নেইমারকে বার্সেলোনায় চায় লিওনেল মেসি সহ অন্যান্য খেলোয়াড়েরা। এ নিয়ে সম্প্রতি ক্লাবটির ক্রীড়া পরিচালক এরিক আবিদাল জানিয়েছেন, নেইমারকে বার্সেলোনায় আনা অসম্ভব কিছু নয়।
এবার স্প্যানিশ এক ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে কাতালান ক্লাবটির সাবেক সহ-সভাপতি জর্দি মেস্ত্রে বলেন, ‘খেলোয়াড়রা তাকে চেয়েছে। তবে ক্লাবকে কোনো চাপ দেয়নি।’
তবে আবেগের জায়গা থেকে নয় বরং পেশাদারিত্বের খাতিরে নেইমারকে বার্সেলোনায় চান জানিয়ে মেস্ত্রে বলেন, ‘নেইমার যেভাবে ক্লাব ছেড়েছে, আবেগের জায়গা থেকে তাকে ক্লাবে ফেরাতাম না। কিন্তু ফুটবলার বিবেচনায়, তাকে দলে চাইতাম। মৌসুমে আমরা কিছু জিততে না পারলে তাকে যেভাবেই হোক ফেরানো উচিত।’
তবে নেইমারের বার্সেলোনায় ফেরার আগে কিছু আচরণ ঠিক করতে হবে বলে মনে করেন জর্দি মেস্ত্রে। তিনি বলেন, ‘নেইমার যদি ফেরে তবে তার আচরণ শুধরাতে হবে। তাকে ক্লাবের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। ক্ষমা চাইতে হবে এবং নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। বিশেষ করে জন্মদিনের পার্টি করতে ব্রাজিল যাওয়া চলবে না।’
তবে মেস্ত্রে বা বার্সেলোনা চাইলে নেইমারকে দলে টানতে পারবে না তারা। সেক্ষেত্রে প্রথমে পিএসজিকেও রাজি হতে হবে বলে জানান সাবেক এ সহ-সভাপতি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ