প্রতিপক্ষ দিজোঁকে তাদেরই মাঠে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। বুধবার রাতে ৬-১ গোলে জিতেছে টমাস টুখেলের দলটি।
ম্যাচ শুরুর ৪৭ সেকেন্ডের মাথায় ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ত্রয়োদশ মিনিটে মুঁনির গোলে সমতায় ফেরে দিজোঁ। তবে ৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ফের এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে হেডে ব্যবধান বাড়ান চিয়াগো সিলভা। ৫৫তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবাপের ক্রস পেয়ে পাবলো সারাবিয়া স্কোরলাইন ৪-১ করলে পিএসজির জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ৮৬তম মিনিটে স্বাগতিক ডিফেন্ডার কলিবালি আরেকটি আত্মঘাতী গোল করে বসেন। আর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।
দুর্দান্ত এই জয়ে সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত আছে টমাস টুখেলের পিএসজি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম