আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে গণসংবর্ধনা দেবে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আকবর শুধু রংপুর নয়, সারা দেশের গর্ব। ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করব। আত্মবিশ্বাসী আকবর আলীর পথ ধরে আগামীর তারুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবে।
'আকবর দ্য গ্রেট' হিসেবে পরিচিতি পাওয়া বিশ্বকাপজয়ী আকবরের জন্ম ২০০১ সালের ৮ অক্টোবর, রংপুর সদরে। প্রথাগত ক্রিকেট প্রশিক্ষণে হাতেখড়ি সপ্তম শ্রেণিতে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রথম লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন ২০১৯ সালের ৮ মার্চ।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেয়া হোক। এতে হাজারও আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সব খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র।
বিডি প্রতিদিন/ফারজানা