জয় দিয়ে শুরু করে এবারের আসরেও নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করল গেল আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম মাঠে বিপিএল’র উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে রাজধানী ঢাকার উত্তরা বারিধারা ক্লাবকে হারায় তারা।
বিকেল ৩টা ২০মিটিনে খেলা শুরু হলেও গোল শূন্য সময় কাটে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে ৪২মিনিটে বারিধারার জালে গোল পাঠিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস সোলেরা। এই গোলেই এগিয়ে যায় বসুন্ধরা।
খেলা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বসুন্ধরার হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে বিপিএল’র উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু বসুন্ধরা কিংস সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া নৈপুণ্য আর সৌন্দর্য্যে ভরপুর নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম যেন ফুটবলপ্রেমীদের সাড়া জাগিয়ে তোলে। নানা ভাবে অভিব্যক্তি প্রকাশ করেন দর্শনার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন