ভারতীয় দলে ফিরলেন হার্দিক পান্ডিয়াকে। ঘরোর মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পান্ডিয়ার সঙ্গে জাতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ান।
নতুন নির্বাচক কমিটি ওয়ানডে দলের দরজা খুলে দিলেন শুভমন গিলের জন্য। গিল টেস্ট স্কোয়াডের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আছেন। যদিও মাঠে নামার সুযোগ হয়নি তার। এবার কেকেআরের তরুণ ওপেনার ঢুকে পড়লেন ওয়ানডে স্কোয়াডে। যদিও এর আগে জাতীয় দলের জার্সিতে ২টি ওয়ানডে খেলেছেন তিনি।
রোহিত শর্মার চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় তাকে বাইরে রাখা হয় প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে। ধাওয়ান ও রোহিতের অনুপস্থিতিতে কিউয়ি সফরের ওয়ানডে সিরিজে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী শাহ ও মায়াঙ্ক আগরওয়াল। ধাওয়ান ফিরে আসায় বাদ পড়তে হয় মায়াঙ্ককে। পৃথ্বী অবশ্য ওয়ান ডে দলে নিজের জায়গা ধরে রেখেছেন।
পান্ডিয়া শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন গত বছর সেপ্টেম্বরে। পিঠের অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে জাতীয় দলে ফেরার কথা থাকলেও ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় তা সম্ভব হয়নি। অবশেষে জাতীয় দলে কাম ব্যাক করলেন তিনি। শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারও চোটের জন্য জাতীয় দলের বাইরে ছিলেন। মায়াঙ্ক ছাড়া ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়লেন কেদার যাদব, শিবম দুবে, শার্দুল ঠাকুর ও মোহম্মদ শামি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ