বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্রায়ান লারার পছন্দের ক্রিকেটার লোকেশ রাহুল।
‘ক্যারিবিয়ান রাজপুত্র’ লারা বলছেন, ‘‘রাহুল ক্লাস ব্যাটসম্যান। আমার খুব পছন্দের ক্রিকেটার। ওর ব্যাটিং আমাকে আকর্ষণ করে।’’
নিউজিল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেন রাহুল। উইকেটের পিছনে দাঁড়িয়েছেন। তার উপরে দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠেছেন। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে লোকেশ রাহুল দারুণ পারফরম্যান্স করলেও টেস্ট ক্রিকেটে তাঁকে নেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ