ক্রিকেট শক্তির বিচারে জিম্বাবুয়ে থেকে এখন অনেকটাই এগিয়ে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতার পর ধারণাটা আরও শক্তপোক্ত হয়েছে। দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি জিতলেই ক্রিকেটের তিন ফরম্যাটেই জিম্বাবুয়েনদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা। আজ বুধবার সন্ধ্যা ৬টায় সেই লক্ষ্যেই সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রথম টি-২০ তে দাপটে জয়ের পরও সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশ্রাম দেয়া হতে পারে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। তার স্থানে আরেক বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া শফিউল ইসলামের জায়গায় খেলতে পারেন আল-আমিন হোসেন।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি সামনে রেখে তরুণদের পরখ করে দেখতে চায় দল। তাই মূলত কয়েকটি স্থানে রদবদলের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
১. মোহাম্মাদ নাঈম শেখ/তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সৌম্য সরকার
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. আফিফ হোসেন ধ্রুব
৬. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
৭. মোহাম্মাদ সাইফউদ্দিন
৮. আমিনুল ইসলাম বিপ্লব
৯. আল-আমিন হোসেন/শফিউল ইসলাম
১০. মুস্তাফিজুর রহমান
১১. মেহেদী হাসান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম