প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহারের দায়ে গ্রেফতার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর জামিন আবেদন বাতিল করা হয়েছে। এতে জেল থেকে খুব দ্রুতই ছাড়া পাচ্ছেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড খেলোয়াড়।
জানা গেছে, ভাই রবার্তো অ্যাসিসকে সঙ্গে নিয়ে ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে প্রবেশ করেছেন। এই অপরাধে দুজনের স্থান হয়েছে প্যারাগুয়ের জেলে। তাদের আইনজীবী জামিনের আবেদন করলেও প্যারাগুয়ের আদালত তা আমলে নেননি। এখন জামিন পেতে পরবর্তী প্রক্রিয়ায় যাবেন রোনালদিনহো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় দেশটির পুলিশ বিভাগের সহযোগিতায় বুধবার সাবেক বার্সেলোনা খেলোয়াড়ের প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়েছিল। তিনি ও তার ভাইয়ের পার্সপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান। এতে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
জেলে অবশ্য সর্বোচ্চ সুবিধাই ভোগ করছেন দু’বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো ও তার ভাই। আন্তর্জাতিক মিডিয়া সূত্রে জানা গেছে, তাদের দুই ভাইকেই দেওয়া হয়েছে বিছানা। সেলে রয়েছে ফ্যান ও টেলিভিশন দেখার সুবিধা।
উল্লেখ্য, রোনালদিনহো ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন। ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং সে সঙ্গে তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক