৪ এপ্রিল, ২০২০ ১০:০৬

বার্সার অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন সুয়ারেজ

অনলাইন ডেস্ক

বার্সার অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন সুয়ারেজ

করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতির সামনে বিশ্বের প্রায় সব ক্লাব। এই সময়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাও খেলোয়াড়দের বেতনের ৭০ ভাগ কেটে নেওয়ার কথা বলে। শুরুতে খেলোয়াড়রা রাজি নয় বলে খবর আসে। যদিও পরবর্তীতে ক্লাব থেকে জানানো হয় ফুটবলাররা বেতনের ৭০ ভাগ করেই দিচ্ছে।

এ জটিলতা নিয়ে সর্বপ্রথম মুখ খোলেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন ক্লাবের কিছু লোকের জন্য ভুল তথ্য ছড়িয়েছে। এবার এটি নিয়ে কথা বলেছেন দলটির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

সুয়ারেজ বলেন, ‘বিশ্বব্যাপী যা হচ্ছে, এটি নিয়ে আমরা সচেতন। আমরা জানি ক্লাবের অবস্থা কী। তবে তখন খবর বেরুলো, হ্যান্ডবল খেলোয়াড় আর সবাই চুক্তিতে পৌঁছালেও আমরা ফুটবলাররা নাকি বুঝতে চাচ্ছি না। আমাদের জন্য এটা খারাপ লাগার বিষয়। কারণ আমরাই প্রথমে (বেতন কম নেওয়ার বিষয়ে) একটা চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলাম।’

বার্সার এই তারকা আরও বলেন, ‘আমরা শুরুতে সমঝোতায় আসিনি কারণ, আমরা সবচেয়ে ভালো সমাধানের অপেক্ষায় ছিলাম। যেন ক্লাব ও আমরা দু’পক্ষই লাভবান হতে পারি। যারা কঠিন সময় পার করছে, তাদেরও যেন সাহায্যে আসতে পারি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর