১৫ আগস্ট, ২০২০ ১৮:১৩

বার্সার লজ্জার হার, সর্বশেষ ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে ম্যাচ

অনলাইন ডেস্ক

বার্সার লজ্জার হার, সর্বশেষ ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে ম্যাচ

সংগৃহীত ছবি

বায়ার্ন মিউনিখের বিপক্ষে এ যেন অন্য বার্সেলোনা! জার্মান জায়েন্টদের বিপক্ষে দাঁড়াতেই পারলো না লিওনেল মেসির দল। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে বার্সা যেন মাঠে নেমেছে শুধু বায়ার্নের আক্রমণ ঠেকানোর জন্যই। ফলাফল- বায়ার্ন ৮, বার্সা ২।

নিজেদের ইউরোপিয়ান ইতিহাসে তো বটেই অন্য অনেক প্রতিযোগিতার রেকর্ডেও সবচেয়ে বাজে ম্যাচটি খেললো স্প্যানিশ জায়ান্টরা। 

এ ম্যাচ শেষে অনেক হিসেব-নিকেশ উল্টে-পাল্টে দিয়েছে। বার্সা যেমন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় সবচেয়ে খারাপ ম্যাচ খেলার রেকর্ড গড়লো। তেমনি বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বড় জয়ে যৌথভাবে রেকর্ড গড়ল।

এদিন জার্মান জায়ান্ট বায়ার্নের হয়ে জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কুতিনহো। একটি করে রবের্ত লেভান্ডভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ। বার্সার হয়ে আদতে একমাত্র গোল করেন লুইস সুয়ারেস। তবে ডেভিড আলবা একটি আত্মঘাতি গোল করলে দুটি গোলের তকমা পায় বার্সা।

ইউরোপের কোনো প্রতিযোগিতায় বার্সা সর্বশেষ ৪৪ বছর আগে ৫ গোল হজম করেছিল। ১৯৭৬ সালের মার্চে তখনকার উয়েফা কাপে এক ম্যাচে বুলগেরিয়ান ক্লাব লেভস্কি সোফিয়ান কাছে ৫-৪ গোলে হেরেছিল কাতালানরা।

তবে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার লজ্জাটা ৭৪ বছরের পুরোনো। ১৯৪৬ সালে কোপা দেল রে’ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল বার্সা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর