৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটি থেকে লেফট ব্যাক বেন চিলওয়েলকে দলে নিয়েছে চেলসি। নতুন মৌসুমের আগে তৃতীয় ফুটবলার হিসেবে বেন চিলওয়েলকে ডেরায় ভেড়ালো চেলসি।
৫ বছরের জন্য এই ২৩ বছর বয়সি ডিফেন্ডারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে লন্ডনের ক্লাবটি। ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন চিলওয়েল। তবে ইনজুরির কারনের মৌসুমের শেষ ৫ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
এরআগে নতুন মৌসুমের জন্য আয়াক্স থেকে হাকিম জিয়েক, আরবি লাইপজিগ থেকে টিমো ভার্নারকে দলে নিয়েছে চেলসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ