২৬ নভেম্বর, ২০২০ ০৬:৩৩

ম্যারাডোনা অবিনশ্বর: মেসি

অনলাইন ডেস্ক

ম্যারাডোনা অবিনশ্বর: মেসি

লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।

ম্যারাডোনার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলারের প্রতি শোক জানাচ্ছেন ফুটবলের রথী-মহারথীরা।

ফুটবল কিংবদন্তির ম্যারাডোনার সঙ্গে এক ফ্রেমে তোলা একটি ছবি পোস্ট করে বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি তার অফিসিয়াল ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সব আর্জেন্টাইন এবং ফুটবলের জন্য খুবই দুঃখের দিন। তিনি ছেড়ে গেছেন তবে চলে যাননি। কারণ দিয়াগো অবিনশ্বর। তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি রেখে দিয়েছি এবং তার পরিবার ও বন্ধুদের সমবেদনা পাঠিয়েছি। ’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর