২৭ জানুয়ারি, ২০২১ ০৮:৪৩

পাবজিতে 'দ্য সার্ভাইভার' খেতাব বাংলাদেশের এওয়ান-ইস্পোর্টসের

অনলাইন ডেস্ক

পাবজিতে 'দ্য সার্ভাইভার' খেতাব বাংলাদেশের এওয়ান-ইস্পোর্টসের

শেষ হলো পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপ। সারাবিশ্বের বাছাইকৃত ১৬টি দলের মধ্যে সেরাদের সেরা হয়েছে নোভা এক্সকিউএফ।  দারুণ খেলেও শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে দুই নম্বরে আছে ফোর অ্যাংরি ম্যান। বেস্ট প্লেয়ার এর খেতাব জিতেছে ফোরএএম'র সুক। 

বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে অংশ নেওয়া এওয়ানই-স্পোর্টস ১৫ নম্বর অবস্থানে থেকে আসর শেষ করেছে। আশানুরূপ ফলাফল না পেলেও আসরে শেষ দিনে এসে চিকেন ডিনার পেয়েছে বাংলাদেশের গেমার দল। আর আসরে 'দ্য সার্ভাইভার' এর খেতাব পেয়েছে এওয়ানই-স্পোর্টস এর গেমার দান্তে। 

দুবাইয়ে নির্ধারিত দিন ২১ জানুয়ারি গ্রান্ড ফাইনালের খেলা শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে স্থগিত ছিলো মাঝের দু'দিন। প্রথম দিন শেষে ১০ নম্বরে থাকলেও ২য় দিনে এসে ১৬ দলের মধ্যে ১৫ নম্বরে নেমে যায় বাংলাদেশের হয়ে খেলতে যাওয়া এওয়ানই-স্পোর্টস। আর ৩য় দিনে তো তালিকার তলানিতেই চলে যায় সিনিস্টার-দান্তেরা। শেষ পর্যন্ত 'দ্য সারভাইভার' খেতাব জিতেছে বাংলাদেশের গেমার দান্তে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর