আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একসাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিন। অন্য যে কোনো দিনের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। ভিন্ন আমেজ ও ভিন্ন অনুভূতির। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে সামিল হলেন দেশের ক্রিকেটাররাও।
শুক্রবার ফেসবুকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
শুভেচ্ছা বার্তায় মুশফিকুর রহিম তার ফেসবুকে লেখেন, ‘৪৯ বছর ধরে আমরা জাতি হিসেবে অর্থনৈতিক, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে মনে রাখার মতো উন্নতি করেছি। আমাদের স্বাধীনতার ৫০তম বর্ষে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই প্রথমেই মুক্তিযোদ্ধাদের। কৃতজ্ঞতা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। যখনই আমি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে মাঠে নামি, সেই গর্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি আজকের মুশফিকুর রহিম হতে পারতাম না, যদি এ দেশ স্বাধীন না হতো। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন