শেখ জামাল ধানমন্ডি ক্লাব বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আজ ৫২, ৬৬, ৬৯ ও ৭১ এই চারটি দল নিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। শেখ জামালের ফুটবলারদের নিয়েই গঠিত হয় দলগুলো।
মূলত, বাংলাদেশের ইতিহাসের মাইলফলক বর্ষগুলোকে স্মরণ করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে ৩-২ গোলে টিম ৭১কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ৬৯। ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুলেমান সিল্লাহ। সেরা খেলোয়াড় হয়েছেন ওতাবেক।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ আশরাফ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার এবং শেখ মো. আসলাম।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ভিন্নভাবেই পালন করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শফিকুল ইসলাম মানিকের দলটি চলমান প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/আরাফাত