শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচের ভূমিকায় থেকে যাচ্ছেন চামিন্দা ভাস। এর আগে ডেভিড সেকার দায়িত্ব ছেড়ে দিলে শ্রীলঙ্কার বোলিং কোচ নিযুক্ত হন তিনি। চাকরিটা পাওয়ার তিন দিনের মাথায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার আগ মুহূর্তে পদত্যাগের ঘোষণা দেন সাবেক ফাস্ট বোলার। এক মাসের মাথায় এবার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে শুক্রবার (২৬ মার্চ) জানায়, শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করা হয়েছে। তারা বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট আপনাদের একটা তথ্য জানাতে চায় যে জনাব চামিন্দা ভাস ও শ্রীলঙ্কা ক্রিকেটের টিম ম্যানেজমেন্টের মধ্যকার বৈঠক শেষে তার পদত্যাগের বিষয়টি সদয়ভাবে সমাধান করা হয়েছে।’
তারা আরও যোগ করেছে, ‘ভাস জমা দেওয়া পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে সম্মতি দিয়েছেন, যে পদটি তিনি তার পদত্যাগের আগে পেয়েছিলেন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ