নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম ইকবাল। বোর্ড থেকে ছুটিও নিয়েছেন তিনি। যে কারণে আজ শনিবার তামিম দেশে ফেরার বিমানে উঠবেন। তার সঙ্গে দেশে ফিরবেন চোটে পড়া হাসান মাহমুদ।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পিঠে চোট পাওয়া হাসানকে পরের দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু ফিটনেসের উন্নতি না হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। দুজনেই আগামীকাল রাত ১০টায় বাংলাদেশে পা রাখবেন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আগামীকাল ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
তামিমের অনুপস্থিতিতে ওপেনিং পজিশনে সুযোগ হতে পারে আরেক বাঁহাতি মোহাম্মদ নাঈম কিংবা সৌম্য সরকারের। আর হাসান না থাকায় শরিফুল ইসলামের অভিষেকের সম্ভাবনা বেড়ে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা