ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে ফাইনালে উঠেছে নেপালও।
শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হলে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখায় নেপাল। এর আগে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে বাংলাদেশ।
নিয়মরক্ষার লড়াইয়ে দলের প্রস্তুতি ও শক্তি পরীক্ষার একটা সুযোগ অন্তত ছিল। কিন্তু উপলক্ষটা রাঙাতে পারেনি জেমি ডের দল। জিততে পারেনি কোনো দলই।
ফাইনালে যেতে নেপালের এক পয়েন্টই দরকার ছিল। প্রয়োজনীয় ড্র করেই স্বাগতিকরা ফাইনালে। ২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনালে আবার দেখা হবে বাংলাদেশ-নেপালের।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এরপর কিরগিজদের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন