এবার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে মুখ খুললেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তিনি মাশরাফি-সাকিবের বক্তব্য নিয়ে বলেছেন, শুধু বলতে চাই যে, বিব্রতকর তো একটু লাগবেই, স্বাভাবিক। দু’জনই আমাদের দেশের আইকন।
আজ শনিবার মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে সাকিব-মাশরাফির বিষয়ে কথা বলতে গিয়ে খালেদ মাহমুদ সুজন আরও বলেন, মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। আমি বলব বাংলাদেশ দলকে একসময় খাঁদের কিনারা থেকে তুলে আনা... আর সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দু’জনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই।
মাশরাফি ও সাকিবের বক্তব্যকে তাদের ব্যক্তিগত অভিমত বলে মনে করেন তিনি, ‘এগুলোকে ওদের ব্যক্তিগত অভিমত মনে করি আমি। এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। খুবই সামান্য বিষয়। যেটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে ফেলতে পারি। এটা নিয়ে আসলে এত কথা বলাও ঠিক না।’
বিডি-প্রতিদিন/শফিক