সিরিজ নির্ণায়ক ম্যাচে টস হেরে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পাওয়া টিম ইন্ডিয়ার দুই ওপেনারের কাছে হয়তো এমনই একটা শুরু প্রত্যাশা করছিলেন অনুরাগীরা। আর তাদের হতাশ করলেন না রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটি। ওয়ানডে ক্রিকেটে আরও একটা শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন তারা।
গতকাল রবিবার (২৮ মার্চ) সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মা-শিখর ধাওয়ান ওপেনিং জুটিতে উঠল ১০৩ রান। আর এই শতরানের পার্টনারশিপের সঙ্গেই অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের ওপেনারদ্বয় অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেইডেন জুটিকে টপকে গেলেন দু’জন।
ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক শতরানের পার্টনারশিপ গড়ার হিসাবে সাবেক অজি ওপেনার জুটিকে অতিক্রম করে দ্বিতীয়স্থানে উঠে এলেন রোহিত-ধাওয়ান।
এদিন, ওয়ানডে ক্রিকেটে ১৭ বারের জন্য ওপেনিং জুটিতে ১০০ বা তার বেশি রান তুললেন রোহিত-ধাওয়ান। আর ১৬ বার ওয়ানডে ক্রিকেটে শতরানের ওপেনিং পার্টনারশিপ নিয়ে গিলক্রিস্ট-হেইডেন জুটি নেমে গেলেন তৃতীয়স্থানে। রোহিত-ধাওয়ানের সামনে এখন কেবল শচীন তেন্ডুলকর-সৌরভ গাঙ্গুলি জুটি। ওপেনিংয়ে ২১টি শতরানের পার্টনারশিপ নিয়ে শীর্ষে সর্বকালের সফল এই ওপেনিং জুটি।
আর সামগ্রিকভাবে শতরানের পার্টনারশিপের নিরিখে ভারতীয় জুটি হিসেবে তৃতীয়স্থানে রয়েছেন রোহিত-ধাওয়ান। কারণ রোহিত শর্মা-বিরাট কোহলির জুটিতে রয়েছে ১৮টি শতরানের পার্টনারশিপ। পাশাপাশি এদিন বিশ্বের সপ্তম জুটি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করলেন রোহিত-ধাওয়ান। ৮২২৭ রান নিয়ে এই তালিকাতেও শীর্ষে শচীন-সৌরভ জুটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত