কাতার বিশ্বকাপ-২০২২ এর ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্পেন। রবিবার রাতে অন্তিম মুহূর্তের গোলে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে জর্জিয়াকে।
স্পেনের বিপক্ষে জর্জিয়ার এই ম্যাচ দেখতে বরিস পাইচাদজে ডিনামো স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক হাজির হয়েছিল। ম্যাচের ৩২ মিনিটে গোল করে তাদের উল্লাসের উপলক্ষ এনে দেন জর্জিয়ার খিভিচা কুভরাসকেলিয়া।
বিরতির পর ৫৬ মিনিটে গোল শোধ দেন স্পেনের ফেরান তোরেস। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) স্পেনের দানি ওলমো দূরপাল্লার শট নেন। সেটিতে জর্জিয়ার গোলরক্ষক লোরিয়া হাতও লাগান। কিন্তু রুখতে পারেননি। বল ক্রসবারের নিচ দিয়ে জালে আশ্রয় নেয়। তাতে অন্তিম মুহূর্তের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ