ইউরোর ফাইনালে মুখোমুখির প্রস্তুতি নিচ্ছে ইতালি ও ইংল্যান্ড। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে শিরোপার লড়াই। বহুকালের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে নামছে দুই দল।
৫৩ বছরে প্রথম ইউরোপিয়ান শিরোপার দাবিদার ইতালি। ২০০০ ও ২০১২ সালের পরাজিত ফাইনালিস্ট ১৯৬৮ সালে রোমে যুগোস্লাভিয়াকে হারিয়ে শেষ ইউরো জিতেছিল।
টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত ইতালি এই মহারণে কেমন দল মাঠে নামাবেন, তা একবার ধারণা করা যাক। রবার্তো মানচিনির দলে কোনও নিষেধাজ্ঞার খাড়া নেই। ইনজুরিতে অনুপস্থিতির তালিকায় আছেন কেবল লিওনার্দো স্পিনাজ্জোলা। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চোটাক্রান্ত হন তিনি।
ইতালির সম্ভাব্য লাইনআপ:
দোনারুম্মা, ডি লরেঞ্জো, কিয়েল্লিনি, বোনুচ্চি, এমারসন, জোর্গিনহো, ভেরাত্তি, বারেল্লা, চিয়েসা, ইনসিগনে, ইম্মোবিলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ