ইউরোর ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে মুখোমুখির হচ্ছে ইতালি ও ইংল্যান্ড।
ইংলিশরা এই টুর্নামেন্টে কখনও সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি। ১৯৬৬ সালের পর প্রথম কোনও বড় ট্রফির হাতছোঁয়া দূরত্বে থ্রি লায়নরা। ৫৫ বছর আগে বিশ্বকাপ জয়ই ছিল আন্তর্জাতিক ফুটবলে তাদের একমাত্র সাফল্য।
এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত একই দল খেলাচ্ছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ফাইনালে সেই প্রথা ভাঙতে পারেন তিনি। সবচেয়ে সংশয়ের মধ্যে রয়েছে আক্রমণভাগের ডানদিকে। বুয়াকো সাকা মুগ্ধ করেছেন সেমিফাইনালে, ইতালির বিপক্ষেও শুরুতে দেখা যেতে পারে তাকে। বিশেষ করে ইংল্যান্ডের রক্ষণভাগের বাঁ দিক দিয়ে দুর্বলতা খুঁজে বেড়াতে পারে ইতালি। সেক্ষেত্রে আর্সেনালের এই ফুটবলারের আক্রমণের পাশাপাশি রক্ষণ সামলানোর সামর্থ্য ইংলিশদের জন্য সহায়ক হবে।
ফাইনালের আগে ইংল্যান্ড শুধু ফিল ফোডেনের ফিটনেস নিয়ে ভাবনায়। ট্রেনিং সেশনে দেখা যায়নি তাকে। ছোটখাটো চোট পেয়েছেন তিনি। নিষেধাজ্ঞার খাড়ায় নেই কেউ। রক্ষণে চারজন রেখে দল সাজাতে পারেন সাউথগেট।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, ম্যাগুইরে, শ, রিচি, ফিলিপস, সাকা, মাউন্ট, স্টারলিং, কেইন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ