লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নেমে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়েছে ইংল্যান্ড ও ইতালির ম্যাচ। যার ফলে খেলা গড়িয়ে গেল অতিরিক্ত ৩০ মিনিটে। অর্থ্যাৎ ৯০ মিনিটের ম্যাচ গড়াল এবার ১২০ মিনিটে।
এর আগে খেলার দুই মিনিটে লুক শ’র গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে বিরতি থেকে ফিরে এসে ৬৭ মিনিটে ইতালিকে সমতায় ফেরান লিওনার্দো বোনুচ্চি।
এর আগে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে কর্নার কিক পায় ইতালি। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করে কাউন্টার অ্যাটাকে উঠে ইংল্যান্ড। বক্সের ডান পাশ লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দৌড়ে এগিয়ে এসে লুক' শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন। মুহূর্তেই বলটি ইতালির জালে জড়িয়ে যায়।
তিনি গোলটি করে ইউরো কাপের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়লেন। ১ মিনিট ৫৭ সেকেন্ডে করা তার গোলটিই এখন ইউরোর ফাইনাল ম্যাচে করা দ্রুততম গোল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন