রবিবার রাতে ইউরোপে কাপের ফাইনালে মুখোমুখি হয় ইতালি ও ইংল্যান্ড। এতে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইতালি।
ফলে এই ম্যাচে ইতিহাসে গড়ে কাঁদতে হয় ইংল্যান্ডের লুক শ-কে।
কেননা, তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি পান ইউরোর ফাইনালে ইতালির বিপক্ষে। লুক শ’র এই গোলে ভর করেই ৬৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইংল্যান্ড, দেখছিল ‘ফুটবল ইজ কামিং হোম’ স্বপ্ন।
চোখের পলক ফেলার আগেই চমক। ইতালি তখনও মাঠের ঘাসটুকুর সঙ্গে পরিচিত হওয়ার সময় পায়নি। ম্যাচের ১ মিনিট ৫৭ সেকেন্ডের মাথায় ইংল্যান্ডকে এগিয়ে দেন লুক শ।
কিরান ট্রিপিয়ারের ক্রস ফাঁকায় পেয়ে জোরালো হাফ ভলিতে পোস্ট ঘেঁষে গোলটি করেন ইংলিশ লেফটব্যাক। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না আজ্জুরিদের।
এই গোলের সঙ্গেই রেকর্ডের পাতায় নাম উঠে যায় লুক শ’র। ইংল্যান্ডের তো বটেই, ইউরো ফাইনালের ইতিহাসেই সবচেয়ে দ্রুততম গোল এটি।
এমন একটি দিনে হাসিমুখে মাঠ ছাড়তে পারতেন। উদযাপনে মাততে পারতেন গ্যালারিভরা দর্শক আর সতীর্থদের সঙ্গে। কিন্তু লুক শ’র সে ইতিহাস উদযাপন করা হলো না।
কারণ, টাইব্রেকারে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ৫৩ বছর পর ইউরোর শিরোপা জিতে নেয় ইতালি! পরাজিত দলে থেকে কান্নাই সঙ্গী হলো লুক শ’র।
বিডি প্রতিদিন/কালাম