ইউরো কাপে পরাজয়ের পর ইংল্যান্ডের দর্শকদের বাজে আচরণে লজ্জিত দেশটির সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। এজন্য ২০৩০ সালে ইংল্যান্ডে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
রবিবার ইউরো কাপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হারে ইংল্যান্ড। তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার মার্কাস র্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো ও সাকা টাইব্রেকারে পেনাল্টি মিস করেন।
সেই হারের জ্বালা হজম করতে না পেরে দেশটির একদল সমর্থক এই তিন ফুটবলারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিরুদ্ধে নেট মাধ্যমে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন। আর সেটাই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
২০৩০ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন হবে। পিটারসেন মনে করেন তার দেশ বিশ্বকাপ আয়োজনের যোগ্য নয়। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন পিটারসেন।
টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের দেশের অনেক কৃষ্ণাঙ্গ মানুষ ম্যাচের পর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছে। ভাবলেই গা শিউরে ওঠে। ২০২১ সালে দাঁড়িয়ে মানুষের প্রতি মানুষের এমন ব্যবহার কি আদৌ কাম্য? এরপরেও কি আমাদের দেশে ২০৩০ সালের বিশ্বকাপ হওয়া উচিত?’
বিডি প্রতিদিন/এমআই