হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান চাপে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিং তোপে দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন, সাইফউদ্দিন ও শরীফুল একটি করে উইকেট লাভ করেন। সাকিব লাভ করেন দুইটি উইকেট।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন