জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৫২ রান তাড়ায় নেমে বাংলাদেশের হয়ে রেকর্ড জুটি গড়েছেন মোহাম্মদ নাঈম এবং সৌম্য সরকার। ১৩তম ওভারে ওপেনিং জুটিতে ১০০ রান পেরিয়ে যান তারা।
এর আগে, গত বছর ঢাকায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওপেনিংয়ে ৯২ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেটি ছিল টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৪ বলে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ দাঁড়িয়েছে ১১৩ রান। সৌম্য সরকার ৫০ রানে আউট হয়েছেন। আর নাঈম ৪৯ ও মাহমুদুল্লাহ ৮ রানে অপরাজিত আছেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর সাকিব-মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রেগিস চাকাভা।
বিডি প্রতিদিন/এমআই