২৩ জুলাই, ২০২১ ১৯:৩৫

শেষ পর্যন্ত পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থের’

অনলাইন ডেস্ক

শেষ পর্যন্ত পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থের’

করোনায় পিছিয়ে গেছে এক বছর। এবারো যে হবে তা নিয়ে ছিল নানা অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ এবারের আসরের। জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।

বর্ণিল আলোকসজ্জা, জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। উদ্বোধন ঘোষণা করেন জাপানের রাজা নারুহিতো।

অ্যাথলিটদের পদচারণা ছিল ঠিক। তবে ছিল না গ্যালারি ভরা দর্শক। অদৃশ্য করোনাভাইরাসের শঙ্কার কারণে চিরাচরিত আয়োজনে ছেদ পড়েছে।

চার ঘণ্টা হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান। যার বেশির ভাগ পারফরম্যান্সই হবে ভার্চুয়ালি। প্রতিটি দেশ থেকে ছয়জন করে অ্যাথলেট অংশ নেবেন মার্চপাস্টে।

আতশবাজি আর লেজার লাইট দিয়ে তুলে ধরা হবে জাপানের সংস্কৃতিকে।

এবারের আসরে ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবেন ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য লড়বেন তারা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর