বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড়। বাংলাদেশের বোলারদের কাছ থেকে রান বের করতে পারছেন না ব্যাটসম্যানরা।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও নাসুম আহমেদ ও সাইফউদ্দিন দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদি হাসান নেন এক উইকেট। সর্বশেষ ১৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়ে ৫২ রান তুলেছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল।
বিডি প্রতিদিন/এমআই