আবারও শূন্য রানে আউট ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কোনও রান ছাড়াই সাজঘরে ফেরেন তিনি। কেশব মহারাজের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট দিয়ে বসেন কোহলি। এ নিয়ে একদিনের ক্রিকেটে মোট ১৪বার শূন্য রানে আউট হলেন কোহলি। এই তালিকায় টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে। তারা ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।
শুক্রবার ভারতের হয়ে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। ৬৩ রানের মাথায় আউট হন ধাওয়ান। তিনি ফিরলে ভারত তাকিয়ে ছিল কোহলির দিকে। কিন্তু মাত্র পাঁচ বল খেলেই ফিরে গেলেন তিনি। একদিনের ক্রিকেটে এই প্রথম কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন কোহলি।
ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন সচিন টেন্ডুলকার। মোট ২০ বার শূন্য রানে ফিরে যান তিনি। সৌরভ গাঙ্গুলি ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন একদিনের ক্রিকেটে।
একদিনের ক্রিকেটে টানা ৬৪টি ইনিংসে শতরান পেলেন না কোহলি। এর মধ্যে সাতবার শূন্য রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার পর এটাই তার প্রথম সিরিজ। প্রথম ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় ম্যাচে রান পেলেন না কোহলি।
বিডি প্রতিদিন/কালাম
ৃ