কঠিন সময় পার করছে বার্সেলোনা। ক্লাবের অর্থনৈতিক বেহাল দশার পাশাপাশি মাঠের পারফরম্যান্সও ভালো না। জানুয়ারির দলবদলের মৌসুমে কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা, ছেড়েও দিয়েছে কাউকে।
এখনও এই দলবদলের মৌসুমের সময় আছে ১০দিন। এর মধ্যেই খেলোয়াড় দলে টানতে অথবা ছাড়তে হবে। এবার বার্সার নজর নাকি গিয়েছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা অস্কার দোস সান্তেসোর দিকে। যদিও বার্সার বেতনের হিসাব ঠিকঠাক না থাকায় সেটি এখন হওয়ার সম্ভাবনা কম।
এ বিষয়ে ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে অস্কার বলেছেন, ‘তারা কথা বলেছে। নিজেদের আগ্রহের কথাও জানিয়েছে। বার্সেলোনা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ তাদের নতুন খেলোয়াড় রেজিস্টার করায় জটিলতা আছে। আমাকেও আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। আমার মনে হয় মৌসুমের শেষে দলবদলটা হওয়াই ভালো।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ