বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন কুমিল্লার ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র ১৩ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি।
শুধু তাই নয়, সবমিলিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে এর চেয়ে কম বলে ফিফটির রেকর্ড আছে আর মাত্র তিনজনের। যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাই ফিফটি করেছিলেন মাত্র ১২ বলে। তাদের ঠিক পরেই এখন নারিনের নাম।
এদিন ১৪৮ রান তাড়ায় কুমিল্লার শুরুটা হয়েছিল বেশ বাজে। প্রথম বলেই শরীফুল ইসলামের বলে ক্যাচ তোলেন লিটন দাস। তবে সে ওভারের তৃতীয় বলে ছয় মেরে ঝড়টা শুরু করেন ইনিংস উদ্বোধন করতে নামা নারিন। তার ঝড়ে রেকর্ড গড়া ম্যাচে মাত্র ১২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কুমিল্লা।
উল্লেখ্য, শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে ইমরুল কায়েসের কুমিল্লা।
বিডি প্রতিদিন/এমআই