আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এতথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
কয়েক দিন আগে আয়োজিত হওয়া নিলামে টিম ইন্ডিয়ার এই মিডল অর্ডার ব্যাটারকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট।
নতুন দায়িত্ব পেয়ে শ্রেয়াস বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার প্রতি ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্ট, সতীর্থ ও সমর্থকদের অনেক ধন্যবাদ।’
নিলামের আগে মাত্র তিন দলেরই অধিনায়ক ঘোষণা বাকি ছিল, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। তবে নিলামের একদম প্রথম সেটেই দুই ক্রিকেটার শ্রেয়াস এবং প্যাট কামিন্সকে কিনে নেয় কেকেআর। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে শ্রেয়াসের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে।
শ্রেয়াস যে নাইটদের যোগ্য নেতা সেটা বুঝিয়ে দিলেন দলের কোচ ব্রেন্ডন ম্যাকলাম। তিনি বলেন, ‘ভারতীয় দলের অন্যতম উজ্বল প্রতিভা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবে। এটাই তো নাইটদের সবচেয়ে বড় বিজ্ঞাপন।’
প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে দুই মৌসুম আগে দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন শ্রেয়াস। সুতরাং অধিনায়কের দৌড়ে তার নাম থাকাটাই স্বাভাবিক।
বিডি প্রতিদিন/এমআই