১৯ বলে ৪৬ রান, এরকম ইনিংস ফ্রাঞ্চাইজি লিগে হরহামেশাই দেখা যায়। তবে পিএসিএলে এই রানেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন আফগান ক্রিকেটার রাহমানুল্লাহ গুরবাজ। প্রথম দুই ওভারেই পাঁচ ছক্কা হাঁকান তিনি। যা নাম লিখিয়েছে বিশ্ব রেকর্ড বইয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম দুই ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর রেকর্ড আর কারও নেই। তাই এই তালিকায় নিজের নামটা সবার ওপরেই লিখে রাখলেন গুরবাজ।
অথচ এমন বিধ্বংসী ব্যাটারকেই কিনা দলে টানেনি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। নিলাম টেবিলে তার নাম উঠলেও কেউ তার জন্য হাত তোলেনি। গুরবাজের এমন খেলা দেখার পর এবার আইপিএলের ফ্রাঞ্চাইজিরা আক্ষেপে পুড়তেই পারে। কারণ পাওয়ার হিটিংয়ের খেলায় এমন কাউকেই তো দলে দরকার।
বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমির বিপক্ষে মাত্র ১৯ বলে ৪৬ রান করেন গুরবাজ। তবে তার এমন বিধ্বংসী ইনিংসেও দল জেতেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে ইসলামাবাদ। ১০ রানে হেরে যায় গুরবাজের দল।
বিডি প্রতিদিন/নাজমুল