বাইশ গজে ইতিহাস গড়লেন ভারতের বিহারের ২২ বছর বয়সী ব্যাটসম্যান সাকিবুল গণি। প্রথম শ্রেণির অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
প্রথম শ্রেণির ম্যাচে এর আগে অনেক ট্রিপল সেঞ্চুরি থাকলেও অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান সাকিবুল। তিনি তার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ৩৮৭ বলে।
রঞ্জি ট্রফির বিহার বনাম মিজোরাম ম্যাচটা হচ্ছে কলকাতায়। ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান চার মেরেছেন অর্ধশতবার! অর্থাৎ ৩০০ রানের মধ্যে ২০০ রানই এসেছে বাউন্ডারিতে।
সাকিবুল গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড ছিল ভারতের মধ্যপ্রদেশের ব্যাটসম্যান অজয় রোহেরার নামে। হায়দরাবাদের বিরুদ্ধে ২০১৮-১৯ রঞ্জি মৌসুমে তিনি এই কীর্তি করেছিলেন। অজয় রোহেরা তখন ২৬৭ রান করেছিলেন। কিন্তু সেই রেকর্ড ভেঙে এখন অনেকটাই এগিয়ে গিয়েছেন বিহারের সাকিবুল গণি।
সাকিবুল গণি তার পুরো ইনিংসে ৩৪১ রান করেন। এটি করতে, তিনি ৪০৫ বল খেলেন। একইসঙ্গে এই বিশ্বরেকর্ড ইনিংসে সাকিবুল মারেন ৫৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংসে বাবুল কুমারের সাথে চতুর্থ উইকেটে ৭৫৬ বলে ৫৩৮ রানের পার্টনারশিপ করেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন