সুনীল নারিনের ঝড়ো শুরুটা ধোপে টেকেনি। নারিনের পর ইংলিশ ব্যাটার মঈন আলি ছাড়া কুমিল্লার আর কোনো ব্যাটারই হাল ধরতে পারেনি। ফলে দারুণ শুরুর পরও বরিশালের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫১ রান তুলেছিলো কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে ব্যাটার মুনিম শাহরিয়ারকে হারালেও ধাক্কাটা এক হাতে সামলে নিয়েছিলেন সৈকত আলী।
ক্রিস গেইলের সাথে জুটি বেঁধে সৈকত তুলেছেন ৫৮ রান। খেলেছেন ৩৪ বল। তার আগে টস জিতে ব্যাট করতে নামা কুমিল্লাকে রীতিমতো খাবি খাইয়েছেন মুজিব সাকিব আর শফিকরা।
বিডি প্রতিদিন/নাজমুল