পাঁচ ম্যাচের তিনটাতে হেরে আগেই সিরিজ খুইয়েছিলো শ্রীলঙ্কা। শুক্রবার মুখ রক্ষার লড়াই ছিলো মেলবর্নে। তবে সেখানেও যথারীতি মুখ থুবড়ে পড়েছে দাসুন সানাকার দল। চতুর্থ টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৩৯ রান তোলে লঙ্কানরা।
পাথুম নিশাঙ্কার ৪৬ রান ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটারই ত্রিশ রানের ঘর ছুঁতে পারেনি। কুশাল মেন্ডিস ফিরেছেন ২২ রানে, চারিথ আসালাঙ্কা থেমেছেন ২২ রানে। অজিদের হয়ে দুই রিচার্ডসন নিয়েছেন চার উইকেট।
১৪০ রানের টার্গেটে ব্যাট করতে টপ অর্ডারের ব্যর্থতায় কিছুটা বিপাকে পড়ে অজিরা। তবে ধাক্কাটা সামলে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর জশ ইংলিস। এক ওভার পাঁচ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা, ছয় উইকেটের বড় হারের স্বাদ পায় শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/নাজমুল