ফাইনাল ম্যাচের আগেই বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। করোনা নেগেটিভ সনদ নিয়ে মাঠে ঢোকার অনুমতি মিললেও, আগের দিন যে ট্রফি ছুঁতে আসেননি, সেই শিরোপা আজও ছুঁতে পারলেন না সাকিব।
বিপিএল ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচ এক রানে জিতে নিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা। ব্যাটে বলে পুরো বিপিএল জুড়ে সাকিব আল হাসান দারুণ ছন্দে ছিলেন। ফাইনালের আগ পর্যন্ত ১০ ম্যাচে তার ছিল ১৫ উইকেট আর ২৭৭ রান। আজকের ম্যাচে সাকিব ৩০ রান দিয়ে এক উইকেট নিয়েছেন, ব্যাটে ৭ বলে করেছেন ৭ রান। বিপরীতে কুমিল্লার কাপ্তান ইমরুল কায়েস ১১ ম্যাচে করেছেন মাত্র ১৯৬ রান। গড় ১৯.৬০।
তবে ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বল সাকিব ফাইনালে জিততে যাওয়া ম্যাচটা শেষ মূহুর্তে ইমরুলে কাছে হারলেন মাত্র এক রানে। এটাকে সাকিবের দুর্ভাগ্য বলবেন নাকি বরিশালের সেই পোড়া কপাল? কুমিল্লার সাথে দেখা হলেই কী তবে নার্ভাস হয়ে যায় বরিশাল?
বিডি প্রতিদিন/নাজমুল