মাঠে দ্বৈরথ থাকলেও মাঠের বাইরে শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকার ছিলেন ভালো বন্ধু। একবার ভারত সফরে আসা শেনকে নিজ বাড়িতে দাওয়াত করেছিলেন শচীন। দাওয়াত রক্ষা করতে গিয়ে মধুর যন্ত্রণায় পড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। মসলাযুক্ত খাবার খেতে পারছিলেন না, আবার শচীন ও তার পরিবারের সদস্যরা কষ্ট পাবেন বলে কিছু বলতেও পারছিলেন না।
এ বিষয়ে পরে শচীন জানিয়েছিলেন, আমি ওকে দাওয়াত করেছিলাম। বলেছিলাম কী খাবে? শেন বললো, তোমরা বাড়িতে যা রান্না করো তাই।আমি ভারতীয় খাবার পছন্দ করি। কিন্তু আমাদের বাড়িতে এসে ও কিছু খেতে পারছিল না। আমাকে কিছু বলেনি। বারবার আমার ম্যানেজারকে ডেকে বলছিল ‘আমাকে বাঁচাও’! দেখলাম সে কিছুই খায়নি। সে সব খাবার প্লেটে রেখে দিয়েছিল, বুঝতে পেরেছি মসলাযুক্ত খাবার খেতে পারে না শেন।
শচীন আরও বলেন, শেন আমাকে কষ্ট দিতে চায়নি। সন্ধ্যায় ও নিজেই রান্না ঘরে ঢুকে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী খাবার রান্না করলো। রান্না শেষে খেয়ে হোটেলে ফিরেছিল।
সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা