২০২২ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা দিয়েছে বিসিবি। নতুন এই তালিকাতে সাকিব আল হাসানকে তিন সংস্করণে রাখা হয়েছে। এবারের চুক্তিতে ২১ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। তবে, গতবারের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২৪ জন খোলোয়াড়।
এদিকে বিবিসির চক্তিতে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বিকে। দুজনই আছেন শুধু টেস্টের চুক্তিতেই। গতবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচজন— মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, আবু জায়েদ ও শামীম হোসেন।
চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে এ চুক্তির মেয়াদ। এবার সাকিব ছাড়াও তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। গতবারও ছিলেন তারা। আর টেস্টে এবার রাখা হয়েছে গতবারের মতোই ১৪ জনকে। টেস্ট ও ওয়ানডেতে আছেন ১০ জন। ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন, টি-টোয়েন্টিতে রাখা হয়েছে ১২ জনকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মাসের বিরতিতে যাওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন টেস্ট ও ওয়ানডেতে। অন্যদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু এ সংস্করণেই। টেস্ট থেকে অবসর নেওয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আছেন বাকি দুই সংস্করণে।
তিন সংস্করণ
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান।
ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন।
টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান।
বিডি প্রতিদিন/আবু জাফর