সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত খেললেন করিম বেনজেমা। ফরাসি এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে মেসিদের কাঁদিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। বুধবার রিয়ালের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে পরাজিত হয়েছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েও শেষ আট নিশ্চিত করতে ব্যর্থ হলেন লিওনেল মেসিরা।
এই হারের পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি পিএসজি প্রেসিডেন্ট। রেফারির ওপর রাগ ঝারলেন তার লকার রুমের জিনিসপত্র ভেঙে।
প্যারিসে ১-০ গোলে হেরে আসার পর দ্বিতীয় লেগেও প্রথমার্ধ শেষে পিছিয়ে পড়েছিল রিয়াল। দুই লেগের অগ্রগামিতায় ২-০ তে পিছিয়ে থাকা দলটি ঘুরে দাঁড়ায় ১৭ মিনিটের ব্যবধানে করিম বেনজেমার হ্যাটট্রিকে।
বিতর্ক উঠেছিল বেনজেমার প্রথম গোল নিয়ে। পিএসজির দাবি, গোল তৈরির সময় তাদের গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে ফাউল করেছিলেন ফরাসি ফরোয়ার্ড। তারই জের ধরে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি তাণ্ডব চালান রেফারির লকার রুমে। রেফারির রিপোর্টে লেখা আছে, ‘তিনি আক্রমণাত্মক আচরণ করেছিলেন এবং রেফারির ড্রেসিংরুমে ঢোকার চেষ্টা করেছিলেন। যখন রেফারি তাকে চলে যেতে বলে, তখন প্রেসিডেন্ট সহকারীর (রেফারি) একটি সরঞ্জামে আঘাত করে ভেঙে ফেলেন।’
মার্কার প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের এক কর্মী আল খেলাইফির আগ্রাসী আচরণের ভিডিও রেকর্ড করে রেখেছেন এবং বিষয়টি তদন্তে উয়েফার কাছে ফুটেজ পাঠাবেন তিনি। শাস্তিরও দাবি জানানো হয়েছে রিয়ালের পক্ষ থেকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ