ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবলের (ফিফকো) ভাইস প্রেসিডেন্ট, স্ট্রেটেজিক ডেভলপম্যান্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরানুর রহমান। তিনি কর্পোরেট ফুটবলের সব থেকে সফল ফুটবল খেলোয়াড়, ২০০ ম্যাচে ৩৮০ টি গোল করেছেন তিনি।
বাংলাদেশের সবচেয়ে সফল ফুটবল দল ‘বানদো’-এর অধিনায়ক এবং কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠক, যিনি একাধারে লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএ-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবল (ফিফকো) হল সারা বিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ, এর সদর দপ্তর কানাডার মন্ট্রিলে ।
সারা বিশ্বের ৬৫ টি দেশের দেড় লাখ কোম্পানির ২৫ লাখ খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ওয়ার্ল্ড কর্পোরেট ফুটবলের একমাত্র সংগঠন হল ফিফকো যারা ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়নন্স কাপের অফিসিয়াল অর্গানাইজার।
ইমরানুর রহমান বলেন,‘আমি বানদো ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উত্সাহ জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ফিফকো এর প্রেসিডেন্ট আলবার্ট জিবলি কে যিনি এই সম্মানজনক প্রাপ্তিতে আমার উপর বিশ্বাস রেখেছেন। সবশেষে যার কথা বলতেই হয়, আমার শক্তি, যিনি আমার ফুটবলের উপর সবসময় আস্থা রাখেন, আমার সহধর্মিনী সামিরা আলম। আমার বিশ্বাস যে আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবো।’
বিডি প্রতিদিন/নাজমুল