আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, স্যাম বিলিংস, নিতীশ রানা আন্দ্রে রাসেল; একে একে সবাই যখন ব্যাট হাতে ব্যর্থ, তখন তো মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের আশা করতেই পারে। তবে খেলা যে তখনও বাকি ছিল, সেকথা কে জানতো? কে জানতো রোহিত শর্মাকে কেউ একজন চমকে দেবেন! আর সেই বাকি খেলাটাই নগদে দেখিয়ে দিলেন প্যাট কামিন্স। অজি টেস্ট কাপ্তানকে এতোদিন যারা বোলার হিসেবে জানতেন, তারা এবার কী ভেবে নিতে পারেন যে কামিন্সকে এবার অলরাউন্ডার ডাকা যায় কিনা!
১৫ বলে ৫৬ রান। অর্ধশতক হাঁকাতে বল খেললেন মাত্র ১৪টা। সপাটে হাঁকালেন ৪ টি চার আর ৬টি ছক্কা। নিজের এমন দাপুটে ইনিংস দেখে অবাক হয়েছেন কামিন্স নিজেই। সোজা সাপ্টা জানালেন, এমন ব্যাটিংয়ের কথা নিজেই ভাবতে পারেননি তিনি।
কামিন্সের বললেন, ‘খুব সম্ভবত সবচেয়ে বেশি অবাক নিজের ইনিংসটি দেখে। ভালো লাগছে যে এমন কিছু করতে পেরেছি। আমি ভেবেছিলাম, নাগালের মধ্যে বল পেলে ব্যাট চালাব। তবে মারার ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবিনি।’
বিডি প্রতিদিন/নাজমুল