দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে আগুনঝরা বোলিং করেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত সেই পারফরম্যান্সেরও পুরস্কার হাতে নাতে পেলেন দ্য ফিজ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাটিং করছে দিল্লি। শেষ খবর পর্যন্ত ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করেছে তারা।
এ ম্যাচে দিল্লি একাদশে জায়গা হারিয়েছেন টিম সেইফার্ট, খলিল আহমেদ ও মানদীপ সিং। তাদের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন সরফরাজ খান, ডেভিড ওয়ার্নার ও অ্যানরিখ নরকিয়া।
মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে এবারের আইপিএল শুরু করে দিল্লি। তবে পরের ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে যায় তারা। এ ম্যাচে জিতে আবার জয়ের ধারায় ফিরতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লি ক্যাপিটালস একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশভ পন্ত, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও অ্যানরিখ নরকিয়া।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, এভিন লুইস, গৌতম, দীপক হুদা, আয়ুষ বাদৌনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, আভেষ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণই।