পাকিস্তানকে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ। তার পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ সরফরাজ। বাবাকে ক্রিকেটে দেখতে দেখতে খেলার প্রতি ভালোবাসা জন্মেছে। আগ্রহও বেশ। তারপরও ছেলে ক্রিকেটার হোক চান না, এই তারকা ক্রিকেটার।
ক্রিকেট ক্যারিয়ারে যে মানসিক চাপ ও বিষণ্নতার মধ্যে দিয়ে গেছেন, সেটা ছেলের কপালেও জুটুক, তা চান না সরফরাজ। ২০০৭ সালে জয়পুরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হওয়ার পর ২০১৪ সাল লেগে গেছে দলে স্থায়ী হতে। গোটা ক্যারিয়ারে ছিল উত্থান পতন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডের শেষটি খেলেছেন গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকায়। আর টেস্ট শেষবার খেলেছেন দুই বছরেরও বেশি আগে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে উপেক্ষিত হয়েছেন সরফরাজ। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান মাঠের বাইরেও ছিলেন সমালোচিত। তাই তিনি চান না তার ছেলেও তার মতো ভোগান্তি নিয়ে বড় হোক।
স্থানীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেছেন, ‘ক্রিকেট খেলতে ভালোবাসে আব্দুল্লাহ। কিন্তু আমি চাই না সে ক্রিকেটার হোক। আসলে ক্রিকেটার হয়ে আমি এত ভুগেছি যে আমি চাই না আব্দুল্লাহ তার মুখোমুখি হোক। এটাই মানুষের স্বভাব। একজন ক্রিকেটার হিসেবে আমি চাই আমার ভাই কিংবা ছেলে তাড়াতাড়ি নির্বাচিত হোক। নয়তো এটা কষ্ট দেয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ