দীর্ঘ ২৪ বছর পর সম্প্রতি ঐতিহাসিক সফরে পাকিস্তানে পা রাখে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। সিরিজে তিনটি করে টেস্ট ও ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলে দুই দল। এক মাসের এই সিরিজ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের কথা জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর থেকে পিসিবি ধনী হয়েছে বলে এক ভিডিও বার্তায় দাবি করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। এই সিরিজ থেকে দুইশ’ কোটি রুপি আয় হয়েছে বলে জানান রমিজ। এটাকে তৃণমূল ক্রিকেটের জন্য ইতিবাচক লক্ষণ বলে উল্লেখ তিনি। এখন তরুণ ক্রিকেটারদের কোচিং, ট্রেনিং ও শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হবে।
রমিজ রাজা বলেছেন, “আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো। আমাদের ক্রিকেটকে এটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমরা সব রেকর্ড ভেঙে দিয়েছি। আমার মতে, এই সফর (অস্ট্রেলিয়া) থেকে আমরা দুইশ’ কোটি রুপি আয় করছি, যা বিশাল।” সূত্র: জিও টিভি, ক্রিকট্র্যাকার
বিডি প্রতিদিন/কালাম