বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলামে দুই কোটি রুপি ভিত্তিমূল্যেই তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস।
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে এরপর টানা দুই ম্যাচে পরাজিত হল নবাগত গুজরাট লায়ন্স ও লখনউ সুপার জায়ান্টসের কাছে।
বৃহস্পতিবার রাতে এই হারের পর মড়ার উপর খাড়ার ঘা হয়ে এল স্লো ওভার রেটিংয়ের শাস্তি।
মুস্তাফিজুর রহমানের অধিনায়ক ঋষভ পন্তকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ২ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচটি জিতে যায় লখনউ। এই ম্যাচে ১৫০ রানের টার্গেট দেওয়ার পর দিল্লির বোলাররা নির্ধারিত সময়ে সবগুলো ওভার শেষ করতে পারেনি। মুস্তাফিজ ৪ ওভারে ২৬ রান দিয়ে পাননি কোনও উইকেট।
আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “৭ এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলের ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসকে জরিমানা করা হয়েছে।”
এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে পন্তকে ১২ লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে।
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে একই কারণে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/কালাম