পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে হানা দিল বেরসিক বৃষ্টি। ফলে আপাতত বন্ধ হয়ে আছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।
ইতোমধ্যে ৩৯ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়কের পর ফিফটি করেছেন তিন নম্বরে নামা কেগান পিটারসেন। তিনি ৫২ রানে অপরাজিত আছেন। চারে নামা টেম্বা বাভুমা করেছেন ৯ রান।
ওয়ানডে স্টাইলে ব্যাট করে ফিফটি পার করার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার ছুটছিলেন সেঞ্চুরির দিকেও। কিন্তু দীর্ঘদিন পর দলে ফেরা তাইজুলের কুইকারে পিছিয়ে মারতে চেয়েছিলেন এলগার। তার ব্যাটের কানায় লেগে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়।
ফলে শেষ হয় এলগারের ৮৯ বলে ৭০ রানের ইনিংস। সেই সঙ্গে ভাঙে কিগান পিটারসেনের সঙ্গে তার ৮১ রানের জুটি। দলীয় ১৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ