পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ভাল শুরুর পরেও দিনের শেষভাগে তাইজুল-খালেদের বলে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন। এলগার, পিটারসেন ও বাভুমার ফিফটির পরেও তাইজুল-খালেদের বোলিং নৈপুণ্যে প্রথম দিনশেষে লড়াইটা সমান সমান। প্রথম দিনশেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কিগান পিটারসেন। তিনি জানান, এই স্কোরে নিজেদেরই ম্যাচে এগিয়ে রাখছে দক্ষিণ আফ্রিকা। পিটারসেন বলেন, আমি মনে করি ভালো সংগ্রহই আমরা জড়ো করেছি। শেষ দিকে দুটি উইকেট হারানোয় হয়ত একটু সমতা চলে এসেছে। তবে আমি মনে করি আমরা ওদের চেয়ে একটু এগিয়ে আছি।
তৃতীয় ও শেষ সেশনের শেষ দিকে প্রোটিয়ারা হারায় রিয়ান রিকেলটন ও টেম্বা বাভুমার উইকেট। এই দুটি উইকেটের পতন একটু খচখচানি অনুভূতি সৃষ্টি করেছে পিটারসেনের। তিনি বলেন, সব মিলিয়ে আজ ৩ উইকেট পড়লে ভালো হত। তবে আমি মনে করি আমরা ভালোই করেছি। উইকেট একটু কঠিন ছিল। পেসাররা একটু সহায়তা পাচ্ছিল, আমরা তাদের সামলাচ্ছিলামও ভালোভাবে।
প্রথম দিন পিটারসেন সাজঘরে ফিরেছেন ৬৪ রান করে। এছাড়া ডিন এলগার ৭০ ও টেম্বা বাভুমা ৬৭ রান করেন। উইকেটে থিতু হয়েও তিনজনের কেউই পাননি শতকের দেখা। শতক হাতছাড়ার এমন দৃষ্টান্ত দেখা গেছে প্রথম টেস্টেও। বিষয়টি হতাশ করেছে প্রোটিয়াদের। পিটারসেন বলেন, আমরা অনেক শতকের সুযোগ হাতছাড়া করেছি। কয়েকটি অর্ধশতক পেয়েও শতকে রূপ দেওয়া গেল না। আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ